বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আট জেলায় নতুন কর অঞ্চল হচ্ছে

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২১, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সম্প্রসারণের আওতায় দেশের আরও আট জেলায় কর অঞ্চল হচ্ছে। জেলাগুলো হলো নরসিংদী, ফরিদপুর, কক্সবাজার, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, নোয়াখালী ও পাবনা।

সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) সেরা কর দাতাদের সম্মাননা অনুষ্ঠানে নতুন কর অঞ্চলের ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ সিদ্ধান্তের কারণে করসংক্রান্ত বেশির ভাগ কাজের জন্য করদাতাদের আর দূরে যেতে হবে না।

এনবিআরের আয়কর বিভাগ মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে। বর্তমানে ৩১টি কর অঞ্চল আছে। নতুন করে যোগ হবে ২৮টি। এসব কর অঞ্চল দিয়ে এলাকা ও বিষয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আয়কর বিভাগ।

এনবিআর সূত্রে জানা গেছে, নরসিংদী কর অঞ্চলের আওতায় নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা; ফরিদপুর কর অঞ্চলে গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা; কক্সবাজার কর অঞ্চলে কক্সবাজার জেলা; যশোর কর অঞ্চলে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা; কুষ্টিয়া কর অঞ্চলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা; নোয়াখালী কর অঞ্চলে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী; দিনাজপুর কর অঞ্চলে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা এবং পাবনা কর অঞ্চলে পাবনা ও নাটোর জেলা থাকবে।

এসব জেলার ব্যক্তিশ্রেণির করদাতা ও প্রাতিষ্ঠানিক করদাতারা কর দেবেন এবং তাদের করসংক্রান্ত সব কার্যক্রম এসব কর অঞ্চল থেকে পরিচালিত হবে। এ ছাড়া তাদের কর নথি সংরক্ষিত থাকবে।

এ ছাড়া চারটি বিশেষায়িত নতুন কর অঞ্চল হচ্ছে। যেমন কর ফাঁকি ধরার জন্য আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করা হবে। এ ছাড়া বিদেশে টাকা পাচারসহ আন্তর্জাতিক চুক্তি ও ট্রান্সফার প্রাইসিং এসব বিষয় দেখভালের জন্য আন্তর্জাতিক কর ইউনিট হচ্ছে। এ ছাড়া ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট নামে নতুন কর অঞ্চল হবে।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, এখন ঢাকায় ১৫টি কর অঞ্চল আছে। এগুলোকে ২৫টি কর অঞ্চলে পুনর্গঠিত হবে। চট্টগ্রামের চারটি কর অঞ্চল ছয়টিতে বিভক্ত হবে। এ ছাড়া আরও কয়েকটি কর অঞ্চল বিভক্ত হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!