রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যু: গ্রেফতার ৪ জনের মধ্য ৩ জনের জামিন

প্রতিবেদক
the editors
আগস্ট ২০, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষকের মধ্যে তিনজনের জামিন মঞ্জুর হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলী আল রাজি তাদের জামিন মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের আইনজীবী অ্যাড. জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছিলেন। জেলা ও দায়রা জজ আদালতে আপীল করার পর রোববার গ্রেপ্তার ৪ জনের মধ্যে তিনজন শিক্ষকের জামিন মঞ্জুর হলো।

জামিনপ্রাপ্ত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাঁড়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী।

প্রসঙ্গত, ১৬ জুলাই রোববার দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনের কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খা। পরে বাড়িতে যেয়ে অসুস্থতাবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়। এঘটনায় নিহতের বাবা ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ পাঁচ শিক্ষকের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!