শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রতিবেদক
the editors
আগস্ট ২৬, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ মোঃ ফারুক হোসেন (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র আওতাধীন বটতলা পাকারাস্তা দিয়ে ভ্যানযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে মোঃ ফারুক হোসেন আটক করা হয়। পরে আটক ভ্যানগাড়িটি তল্লাশী করে ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা।

আটক ফারুককে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। #

২৬.৮.২৩

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!