রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবন থেকে হরিণের মাথা পা ও চামড়াসহ ৪০ কেজি মাংস উদ্ধার

প্রতিবেদক
the editors
আগস্ট ২৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

বিলাল হোসেন: সুন্দরবন থেকে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। এসময় শিকারীদের ব্যবহৃত নৌকা, হরিণের মাথা, চামড়া ও পাসহ আনুসঙ্গিক মালামাল উদ্ধার করা সম্ভব হলেও পালিয়ে গেছে শিকারীরা।

শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের হাজির ভারানি নামক স্থান থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্যরা হাজির ভারানি নামক স্থানে অভিযান চালিয়ে হরিণের মাথা, চামড়া ও পাসহ ৪০ কেজি মাংস ও চোরা শিকারীদের নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে। তবে, গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় চোরাশিকারীদের আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, শিকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত আছে। এছাড়া জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!