আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনে একটি অভিযান পরিচালনার সময় ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।
বুধবার (৩০ আগস্ট) ইউক্রেনের সামরিক বাহিনী এক টেলিগ্রাম বার্তায় জানায়, রাশিয়ার দখলকৃত বাখমুতের কাছের এক শহরে অভিযান পরিচালনার সময় এই হতাহতের ঘটনা ঘটে। তবে কীভাবে এমআই-৮ হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হলো সে সর্ম্পকে বিস্তারিত কিছু বার্তাটিতে জানানো হয়নি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেইন্সকা প্রাভদা জানায়, দোনেত্সক অঞ্চলের বাখমুতের পশ্চিমে ক্রামাতর্সক শহরে এ ঘটনা ঘটে। গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহরটি অসংখ্য লড়াইয়ের সাক্ষী হয়েছে।
গণমাধ্যমটি আরও জানায়, এ ঘটনায় হেলিকপ্টপার দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। নিহত ছয়জনের দেহ ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।
কিয়েব ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, অজ্ঞাত কারণে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয় মঙ্গলবার (২৯ আগস্ট)। তবে এ তথ্য প্রকাশিত হয় বুধবার।
এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।