বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

প্রতিবেদক
Shimul Sheikh
আগস্ট ৩১, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনে একটি অভিযান পরিচালনার সময় ইউক্রেনের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

বুধবার (৩০ আগস্ট) ইউক্রেনের সামরিক বাহিনী এক টেলিগ্রাম বার্তায় জানায়, রাশিয়ার দখলকৃত বাখমুতের কাছের এক শহরে অভিযান পরিচালনার সময় এই হতাহতের ঘটনা ঘটে। তবে কীভাবে এমআই-৮ হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হলো সে সর্ম্পকে বিস্তারিত কিছু বার্তাটিতে জানানো হয়নি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেইন্‌সকা প্রাভদা জানায়, দোনেত্সক অঞ্চলের বাখমুতের পশ্চিমে ক্রামাতর্সক শহরে এ ঘটনা ঘটে। গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহরটি অসংখ্য লড়াইয়ের সাক্ষী হয়েছে।

গণমাধ্যমটি আরও জানায়, এ ঘটনায় হেলিকপ্টপার দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। নিহত ছয়জনের দেহ ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।

কিয়েব ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, অজ্ঞাত কারণে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয় মঙ্গলবার (২৯ আগস্ট)। তবে এ তথ্য প্রকাশিত হয় বুধবার।

এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!