মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে ফয়জুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্যামনগর পৌরসভার সোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফয়জুল্লাহ ওই গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। তার মা রান্না ও বাবা পার্শ্ববর্তী মৎস্য ঘেরে মাছ ধরছিলেন। দাদা বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে তার মা। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

সর্বশেষ - জাতীয়