মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ নানা অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।

এসময় শহরের পৌর দিঘীর পাড়ের মোহাম্মদ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পলাশপোলের দে ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, রমজান ট্রেডার্সকে ২ হাজার টাকা, কাছারিপাড়ার লাবিব গ্যাসের চুলা ঘরকে ৩ হাজার টাকা, কাটিয়ার ঐশী ট্রেডার্সকে ১ হাজার টাকা, আটপুকুর মোড়ের মোবারক ভ্যারাইটি স্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদের মূল্য তালিকা টানিয়ে নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!