বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক | ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবারের স্কোয়াডে কোনো চমক রাখেনি দেশটি।

কিন্তু চোটের কারণে চার তারকা প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কা ছিল। তারা অবশ্য থাকছেন স্কোয়াডে।
৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এর ঠিক আগে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আইসিসির কাছে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসরে দলটি নিজেদের প্রথম ম্যাচে মোকাবেলা করতে হবে স্বাগতিক দেশকে।

অ্যাশেজ সিরিজে হাতে চোট পেয়েছিলেন কামিন্স। একই সিরিজে স্মিথ কবজিতে চোট পেয়েছেন। দুইজনই ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। তাছাড়া গোড়ালিতে চোট আছে ম্যাক্সওয়েলের এবং কুঁচকির সমস্যায় ভুগছেন স্টার্ক। তবে এই চার তারকা সুস্থ থাকার পাশাপাশি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

একনজরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স, শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!