the editors logo
শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভোমরার লক্ষীদাড়ী থেকে ১১টি স্বর্ণের বারসহ যুবক আটক

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কোমরে গামছায় পেঁচিয়ে ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন লক্ষীদাড়ী গ্রামের মোঃ আরিজুল মোল্লার ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি দল লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় সেখানে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার কোমর থেকে গামছা দ্বারা পেঁচানো ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। মূল্য প্রায় ১ কোটি ৬০ ষাট ৭০ হাজার ৫২৮ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!