বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

একজন সাহসী ও নির্লোভ মানুষের কথা

প্রতিবেদক
the editors
জুন ২০, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

মীর জিল্লুর রহমান

শহিদ স. ম আলাউদ্দীন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তন ও দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আদর্শের, বীর সৈনিকের ছাপ রেখে গেছেন। তাঁর আদর্শ ও জীবন আচরণ সকলকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে।

একাত্তরের অকুতোভয় বীর সেনানী স. ম আলাউদ্দীন জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ২৯ আগস্ট তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। তার পিতা মরহুম সৈয়দ আলী সরদার। স. ম আলাউদ্দীন ১৯৬২ সালে এস.এস.সি, ১৯৬৪ সালে এইচ.এস.সি, ১৯৬৭ সালে খুলনা বি.এল কলেজ থেকে বি.এ এবং ১৯৭৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন।

সে সময় দেশের রাজনীতি তুঙ্গে। তিনিও সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রথমে ছাত্রলীগ পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তারপর থানা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষতার সাথে সাংগঠনিক পরিচয় দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দেশের রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেন। এক পর্যায়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে তৎকালীন সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অস্ত্র সংগ্রহের জন্য স. ম আলাউদ্দীন ও ছাত্র নেতা মোস্তাফিজুর রহমানসহ অনেকেই ভারতে গমন করেন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক তৎকালীন পশ্চিম বাংলার অর্থমন্ত্রীর পুত্র তুষার কান্তি ঘোষের সাথে বৈঠক করেন তারা। স. ম আলাউদ্দীন তৎকালীন বি.এস.এফ এর পশ্চিম বাংলা প্রধানের সাথে একটি বৈঠকে মিলিত হন। এরপর শুরু হয় অস্ত্র প্রশিক্ষণ, আর পি আব্দুল হাকিম সাহেবের নেতৃত্বে তৎকালীন সাতক্ষীরা থানার পিছনে সবজি বাগানে (বর্তমান থানা সম্মুখস্থ পুলিশ ক্লাব) মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ৩০ মার্চ একটি সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠিত হয়।

এদিকে এপ্রিলের শুরুতেই পাকিস্তানি দোসররা দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন শুরু করলে এর পরে দ্বিতীয় সপ্তাহে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ভোমরা কাস্টম অফিসের সন্নিকটে স্থানান্তর করা হয় বলে জানা যায়। মুজিবনগর সরকারের তহবিলে অর্থ যোগান দেওয়ার জন্য পরিকল্পনা করে ২৯ এপ্রিল গভীর রাতে সাতক্ষীরা ন্যাশনাল ব্যাংক অপারেশন করা হয়। এদিকে ব্যাংকের পুরো অর্থ ও স্বর্ণ উদ্ধার করা না গেলেও ব্যাংকে গচ্ছিত দুই কোটি আট লক্ষ টাকার মধ্যে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ও বেশ কিছু স্বর্ণ একটি পিকআপ ভ্যানে করে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে অবস্থিত প্রবাসী মুজিবনগর সরকারের কাছে পৌঁছে দিতে সক্ষম হন। আর এটাই ছিল মুজিবনগর সরকারের তহবিলে বড় অংকের অর্থ যোগান। সেখানে স. ম আলাউদ্দীন, ক্যাপ্টেন শাহাজান মাস্টার, মোস্তাফিজুর রহমান, মোড়ল আব্দুস সালাম, সুভাষ সরকার, কামরুল ইসলাম খান প্রমুখ মুক্তিযোদ্ধাদের ভূমিকা ছিল অদম্য, সাহসী ও নির্লোভ। সেখানেও স. ম আলাউদ্দীনের ভূমিকার কমতি ছিল না। এদিকে খুলনা অঞ্চলে নৌ-যুদ্ধে লে. মোঃ রহমতউল্লাহ দাদুর নেতৃত্বে বিভিন্ন স্থানে অংশগ্রহণ করেন তিনি।

স. ম আলাউদ্দীন তার কর্ম জীবনে তালা থানাধীন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ও পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি সমাজসেবক হিসেবে বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। সাতক্ষীরা চেম্বার অব কমার্স ও ভোমরা স্থল বন্দরের প্রতিষ্ঠাতা স. ম আলাউদ্দীন জেলা ট্রাক মালিক সমিতি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় কমিটিসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন।

এদিকে সাতক্ষীরার দৈনিক পত্রদূত এর সম্পাদক হিসেবে নিরপেক্ষ সংবাদ প্রকাশে তাঁর ভূমিকা চির স্মরণীয়। এই নিরপেক্ষতার কারণে তাঁর জীবন প্রদীপ নিভে যায়। দিনটি ছিল ১৯৯৬ সালের ১৯ জুন। সাতক্ষীরায় নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন বাঙালি জাতীয়তাবাদের ধারক, প্রগতিশীল চিন্তা চেতনা ও সমাজ পরিবর্তনের বীর সেনানী, লক্ষ জনতার জননেতা দক্ষিণ পশ্চিম অঞ্চল তথা সাতক্ষীরার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন। আজও তার খুনের বিচারের অপেক্ষায় সাতক্ষীরার মানুষ!

লেখক : মীর জিল্লুর রহমান, সভাপতি, মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশন, তালা

(তানজির কচি সম্পাদিত ও ম্যানগ্রোভ প্রকাশিত স্মারকগ্রন্থ দীপ্ত আলাউদ্দীন থেকে উদ্ধৃত)

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!