শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিষিদ্ধ হলেন রোনালদো

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: সৌদি ক্লাবে উড়ন্ত ফর্মে থেকেই জাতীয় দলে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে শেষ তিন ম্যাচে ৬ গোল করেই নিজ দেশের হয়ে খেলতে নেমেছেন তিনি। তবে স্লোভাকিয়ার সঙ্গে ম্যাচটি হয়ত ভুলে যেতেই চাইবেন সিআরসেভেন। দল জয় পেলেও এদিন কিছুটা বিবর্ণ ছিলেন রোনালদো। গোল তো পাননি, সেইসঙ্গে নিজের আচরণের জন্য নিষিদ্ধও হয়েছেন।

স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও শুরু থেকে মাঠে ছিলেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচে অবশ্য সেই সুবিধা নিতেই পারেনি তার দল।রোনালদো নিজেও খুব বড় কিছু করে দেখাতে পারেননি। পুরো ম্যাচে সবচেয়ে কম (৩৭) বলে টাচ ছিল তারই। রোনালদোর এমন দুর্বল ফর্মের দিনে বেশ ভুগতে হয়েছে পর্তুগালকে।

প্রথমার্ধের ৪৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অসাধারণ এক ফিনিশিংয়ে গোল না হলে হয়ত ম্যাচের ফল হতো অন্যরকম। গোল না পাওয়ার দিনে রোনালদো দলের অস্বস্তি বাড়িয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে বুট দিয়ে আঘাত করে । ম্যাচের ৬২ মিনিটের ওই ফাউলে হলুদ কার্ড দেখেন রোনালদো। এর আগে আইসল্যান্ডের বিপক্ষেও কার্ড দেখেছিলেন। টানা দুই ম্যাচ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন রোনালদো। ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর।

তাতে অবশ্য খুশিই হবার কথা লুক্সেমবার্গের। ইউরোপের পুঁচকে এই দেশের বিরুদ্ধেই যে রোনালদোর রেকর্ড সবচেয়ে ভাল। ১১ ম্যাচে করেছেন ১১ গোল। কোন একক দেশের বিপক্ষে গোলের হিসেবে এটিই রোনালদোর জন্য সর্বোচ্চ।

স্লোভাকদের বিপক্ষে ম্যাচে ডান প্রান্ত দিয়ে আসা বলটি সুবিধাজনক জায়গাতেই পেয়েছিলেন আল নাসর তারকা। কিন্তু প্রথম শটে বলে পায়ে সংযোগ ভাল হয়নি। এরপর স্লাইড করতে গিয়ে সরাসরি গোলরক্ষকের মুখে আঘাত করেন তিনি। দাবি উঠেছিল লাল কার্ডের। তবে হলুদ কার্ডেই থেমেছে রোনালদোর শাস্তি। আর তাতে নিশ্চিত হলো পর্তুগালের জার্সিতে নিজের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলা হচ্ছেনা তার।

এ ম্যাচ জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকছে পর্তুগাল। বাছাইপর্বের ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ৫ ম্যাচে ১৫ গোল হজম করার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। অন্য দিকে পর্তুগালের কাছে হারলেও ১০ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছে স্লোভাকিয়া। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে আছে লুক্সেমবার্গ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নলতা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক আব্দুল হাকিমের বিরুদ্ধে তদন্ত

ওষুধ কোম্পানি থেকে যে টাকা নিচ্ছেন, একটু ভাবা উচিত

দেবহাটায় যুব উন্নয়ন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃথক প্রশিক্ষণ উদ্বোধন

মির্জাপুরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক শিশু নিহত

বিদেশি দূতাবাসগুলোতে বিএনপির চিঠি

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার শুরু

নারী বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডে ভয়াবহ বন্দুক হামলা

মহান মে দিবস: ন্যায্য মজুরি চান উপকূলের নারী শ্রমিকরা

বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি, দাবি ভারতের

error: Content is protected !!