রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আশাশুনিতে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার সমাপনী দিনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ও নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়।

এতে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা পরিচালনা করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান। সহকারী ছিলেন আসাদুল ইসলাম ও উত্তম কুমার মন্ডল।

এদিকে, সকাল ৯ টায় প্রথম সেমিফাইনাল খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে শ্রীউলা হাইস্কুলকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মুখোমুখি হয়। খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে বিজয়ী হয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।

সমগ্র ক্রীড়া প্রতিযোগিতা পরিচারনা করেন, আনিসুর রহমান, আসাদুল ইসলাম, ইয়ামিনুর রহমান, উত্তম কুমার মন্ডল ও অরুন কুমার সানা। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও মাজহারুল ইসলাম সরাফাত।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image