সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না সাকিব!

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপ শেষ হওয়ার পর বিশ্রাম মিলবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ১৯ সেপ্টেম্বর চলে আসবে নিউজিল্যান্ড। ২১, ২৩ আর ২৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা মুখোমুখি হবে কিউইদের।

ওই সিরিজ শুরুর দিন দশেক আগে হঠাৎ গুঞ্জন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আজ (রোববার) সন্ধ্যার পর এমন গুঞ্জন উঠেছে ক্রিকেটপাড়ায়, সাকিব নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছেন।

সাকিব কি সত্যিই ব্ল্যাক ক্যাটসদের বিপক্ষে সিরিজে বিশ্রামের আবেদন করেছেন? বিসিবির একাধিক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলে মেলেনি এর সদুত্তর।

জাতীয় দল পরিচালনা ও পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি মুঠোফোনে কলম্বো থেকে জাগো নিউজকে জানান, ‘সাকিব কেন, এখন পর্যন্ত কেউই ওই ছুটির আবেদন করেনি। আমরাও কাউকে ছুটি দেইনি।’

তবে কি নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ছুটি চেয়ে আবেদনের খবর ভিত্তিহীন? জালাল ইউনুসের জবাব, ‘যেহেতু সামনে বিশ্বকাপের ধকল। তাই আমরা মানে বিসিবি কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।’

ফলে এতটুকু নিশ্চিত, এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। যাদের বিশ্রাম দেওয়া হবে, সেই তালিকায় কি সাকিব থাকবেন? জালাল ইউনুস বলেন, ‘সেটা ঠিক হয়নি। তবে কয়েকজনকে খেলানো হবে না, এটা নিশ্চিত।’

বোর্ড সংশ্লিষ্ট সূত্র অবশ্য জানাচ্ছে, এ বিশ্রাম দেওয়া ক্রিকেটারের তালিকায় সাকিবের নাম থাকার জোর সম্ভাবনা আছে। সাথে তাসকিন আহমেদসহ একাধিক পেসারকেও বিশ্রামে রাখার চিন্তা চলছে। কিউইদের বিপক্ষে দলে তরুণ পেসার তানজিম সাকিবকে দেখা যেতে পারে, সূত্র এমনটাই জানিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!