বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এসিএফকে খুশি করতে ৭ কেজি ওজনের ভেটকি, অয়ন কোম্পানির অপতৎপরতা চরমে!

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষকের জন্য সাত কেজি ওজনের ভেটকি মাছ নিয়ে গিয়েছিলেন অয়ন গাজী। সুন্দরবনে মাছ শিকারের সাথে জড়িত অয়ন কোম্পানির মালিক অয়ন শ্যামনগর
উপজেলার ডুমুরিয়া গ্রামের আব্দুল মাজিদ গাজীর ছেলে।

তবে রেঞ্জ কার্যালয়ের সীমানায় প্রবেশের পরপরই উপস্থিত বনরক্ষীদের তৎপরতায় পরিস্থিতি বুঝতে পেরে নিরাশ হয়ে ওই এলাকা ত্যাগ করেন তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি রেঞ্জ কার্যালয়ে সাত কেজি ওজনের মাছ নিয়ে গিয়েছিলেন অয়ন গাজী।

অভিযোগ উঠেছে, সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সম্মতি আদায়ের চেষ্টা করছে স্থানীয় ফিশিং ট্রলারের মালিকরা। যার কৌশল হিসেবে আগের রাতে শিকারকৃত বড় আকৃতির ঐ ভেটকি মাছ রেঞ্জে অবস্থানরত সহকারী বন সংরক্ষককে উপহার দেয়ার চেষ্টা চলে।

মাছ নিয়ে যাওয়ার কথা স্বীকার করে অয়ন কোম্পানির মালিক অয়ন গাজী জানান, রেঞ্জ কর্মকর্তা নয় বরং একজন নিকটাত্মীয়কে দেয়ার জন্য তিনি ঐ মাছ নিয়ে গিয়েছিলেন।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, রেঞ্জের আশপাশে মাছ নিয়ে একজনকে স্থানীয়রা ঘোরাঘুরি করতে দেখে। খবর পেয়ে তাকে আটকাতে অফিসের লোকজনকে নির্দেশ দেয়ার পর সে ঘটনাস্থল ছেড়ে যায়।

তিনি আরও জানান, অভয়ারণ্য তো দূরের কথা এক স্টেশনের অনুমতি নিয়ে ভিন্ন এলাকায় কাউকে মাছ ধরতে দেয়া হবে না।

এদিকে, নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, সহকারী বন সংরক্ষককে মাছ দিতে ব্যর্থ হয়ে বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার হাবিবুল ইসলামের বাসায় ঐ মাছ পৌঁছে দেয় অয়ন।

এবিষয়ে কথা বলার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল ও পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!