রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বাবা হারালেন রুবেল হোসেন

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

সাকিব হাওলাদার, বাগেরহাট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মুন্সি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা——-রাজিউন)।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি রুবেল হোসেনসহ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পেসার রুবেলের বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে ভীড় জমিয়েছেন তার স্বজনরা। আসরবাদ শহরের রুপা চৌধুরী পৌর পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুবেলের বড় ভাই কবির হোসেন।

তিনি বলেন, এক বছর আগে বাবা স্ট্রোক করেছিলেন। তারপরে কিছুটা সুস্থ হয়েছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সকালে বাবা মারা যান।

এদিকে সকাল ১০টা পাঁচ মিনিটে নিজের ভেরি ফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে নিজের বাবার মৃত্যুর কথা জানান পেসার রুবেল হোসেন। পোস্টে তিনি লেখেন, আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন বাবার মৃত্যুর খবর শুনে রুবেল হোসেন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত