এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরে কারিতাসের সমাজ পরিচিতি ও টেকসই জীবিকায়ন সহনশীলতা প্রোগ্রাম (সিএসএলআরপি)-২ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়ান এইড ও কারিতাস অস্ট্রেলিয়ার আর্থিক সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের সিএমএলআরপি-২ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার, প্রাণিসম্পদ সার্জন সুব্রত কুমার বিশ্বাস, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ শাহানুর আলম, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান ও বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল।
মুক্তা আলোচনায় বক্তব্য রাখেন গোপাল মুন্ডা, অষ্টমী মালো, কারিতাস ঢাকা অফিসের প্রতিনিধি প্রভাতী জি রোজারিও, সাংবাদিক ও উন্নয়ন কর্মী পীযূষ বাউলিয়া পিন্টু প্রমুখ।