স্পোর্টস ডেস্ক: এর আগে বাংলাদেশের মাটিতে খেলেননি। সেই লুকি ফার্গুসনকেই এবার অধিনায়কের গুরুদায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে নিউজিল্যান্ড। এখানে খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরের মাঠে স্বাগতিকরা কতটা ভয়ংকর, সেটা বেশ ভালোই জানা আছে কিউই দলপতির।
আগামীকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে সমীহ করার কথাই জানালেন ফার্গুসন।
প্রথমবার বাংলাদেশে আসা নিয়ে এই পেসার বলেন, ‘খুব, খুবই রোমাঞ্চিত এখানে আসতে পেরে। প্রথমবার আমি বাংলাদেশে। ইংল্যান্ডে আমরা মাত্র যে কন্ডিশনে খেলে এসেছি, তার থেকে একদমই আলাদা। তবে আমি উপমহাদেশে খেলতে ভালোবাসি। সবসময়ই এটা ভালো চ্যালেঞ্জ এবং বাংলাদেশ অবশ্যই ঘরের মাঠে খুবই শক্তিশালী দল।’
আজ ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালও। ফার্গুসন আশা করছেন, খেলাটা ভালোভাবে মাঠে গড়াবে। কিউই অধিনায়ক বলেন, ‘আশা করি বৃষ্টি দূরে থাকবে। আগামীকাল এবং পুরো সিরিজে উইকেট কেমন থাকে দেখতে মুখিয়ে আছি।’
মিরপুরের উইকেট তো ধীরগতির হয়, ব্যাটার এবং পেসারদের জন্য চ্যালেঞ্জিং হবে কিনা? ফার্গুসন বলেন, ‘অবশ্যই ভিন্ন কন্ডিশন। তবে আমরা উপমহাদেশে খেলে যে অভিজ্ঞতা পেয়েছি, আমরা জানি এখানে কিভাবে পেসারদের বল করতে হয়। শুধু বোলিং করা আর উইকেট নেওয়াই নয়, সেটা ধরে রাখা এবং স্পিনারদের এখানে বড় ভূমিকা নিতে হয়। ’
দুই সপ্তাহ পর ভারতের মাটিতে বিশ্বকাপ। এই সিরিজটা তার প্রস্তুতি কিনা? কিউই অধিনায়ক ঠিক সেভাবে বলতে চাইলেন না, ‘দেখুন, আমরা পেশাদার। আমাদের সামনে যে খেলা আসে, সেটা নিয়েই ভাবি। এটা আমাদের জন্য বড় এবং চ্যালেঞ্জিং একটা সিরিজ হতে যাচ্ছে। আমাদের দিক থেকে দেখলে, বিশ্বকাপের কথা মাথায় রাখলে ভালো। তবে একইসঙ্গে এটাও মনে রাখতে হবে, যাতে আমরা এই সিরিজে ফোকাস রাখি।’
‘আমরা জানি বাংলাদেশ তাদের ঘরের মাঠে কতটা শক্তিশালী। তাদের বিপক্ষে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি প্রথমবার যেহেতু এখানে, আমার অনেক কিছু শেখার আছে। ছেলেরা আগামীকালের ম্যাচ খেলতে মুখিয়ে আছে’-যোগ করেন ফার্গুসন।