ডেস্ক রিপোর্ট: চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাতক্ষীরার ৩৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ বাসগৃহ। আগামী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের মাঝে জমির কবুলিয়ত দলিল ও বাসগৃহ হস্তান্তর করা হবে।
সোমবার (২০ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ সাতক্ষীরা জেলার মোট ৩৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির কবুলিয়ত দলিল ও ঘর হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ।