the editors logo
সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু!

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে রমজান গাজী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার।

রমজান গাজী আশাশুনি সদর ইউনিয়নের আব্বাস গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, রমজান গাজী আশাশুনি বাজারের সরদার ড্রাগ হাউজের কর্মচারী ছিলো। প্রতিদিন সে আশাশুনি হাইস্কুলের পুকুরে গোসল করতো। সোমবারও সে সেখানে গোসল করতে যায়। হঠাৎ শিক্ষার্থীরা রমজানকে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে ঘাটের বাঁশের খুটির সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!