Tuesday , 26 September 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলো প্রশাসন, মালামাল জব্দ

প্রতিবেদক
admin
September 26, 2023 6:51 pm

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা এলাকার একটি পুকুর থেকে থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও বালু উত্তোলনে ব্যবহারিত মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা এলাকার একটি পুকুর থেকে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ হরা হয়েছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - জাতীয়