ডেস্ক রিপোর্ট: ভারত থেকে পাচার করে দেশে আনার পথে নয় কেজি ৫শ ৫০ গ্রাম রূপার গহনাসহ আশরাফুল গাজি (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২ আগস্ট) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকা দিয়ে ভারত থেকে রূপার গহনার একটি চালান অবৈধপথে বাংলাদেশে আসবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে আসা কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের মৃত অসির গাজির ছেলে আশরাফুল গাজি (৩৫) কে চ্যালেঞ্জ করে অভিযান পরিচালনাকারী দলটি। পরবর্তীতে ওই ব্যক্তির মোটরসাইকেলটি তল্লাশী করে নয় কেজি ৫শ ৫০ গ্রাম রূপার গহনা উদ্ধার করা হয়। যার মূল্য ১৪ লাখ ৩ হাজার ৮শ ৫০ টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের ও জব্দকৃত রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।