স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক রেকর্ডময় জয় পেয়েছে নেপাল। আন্তর্জাতিক টি-টুয়েন্টির ইতিহাসে রেকর্ড বইয়ে তছনছ করেছে দলটি। ছোট ফরম্যাটের ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান, সর্বোচ্চ ব্যবধানে জয়, দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ফিফটির রেকর্ড এখন নেপালের। ভেঙেছে ডেভিল মিলার-রোহিত শর্মাদের রেকর্ড।
চীনের হাংজুতে চলা গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে মঙ্গোলিয়ার মুখোমুখি হয়েছিল নেপাল। বুধবার সকালে টসে হেরে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টির ইতিহাসে প্রথম দল হিসেবে ৩০০ রানের বেশি তুলেছে নেপাল। ৩ উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ গড়েছে। যা দুর্দান্ত এক রেকর্ড। আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে আফগানিস্তানের করা ২৭৮ রান।
জবাবে ব্যাটে নেমে ১৩.১ ওভারে ৪১ রান তুলতেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। তাতে ২৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হিমালয়ের দেশ নেপাল। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। আগের রেকর্ডে ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রান হারিয়েছিল চেক প্রজাতন্ত্র।
ম্যাচে ৭.২ ওভারে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় নেপাল। এরপর রানের ঝড় তুলেছেন কুশল মাল্লা, রোহিত পৌডেল ও দীপেন্দ্র সিং আইরি। অধিনায়ক পৌডেলকে নিয়ে তৃতীয় উইকেটে রেকর্ড ১৯৩ রানের জুটি গড়েছেন মাল্লা। ২৭ বলে ৬১ রান করে আউট হন পৌডেল।
তবে ৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন কুশল মাল্লা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যা দ্রুততম শতকের রেকর্ড। আগের দ্রুততম সেঞ্চুরি ছিল সাউথ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাসেকারার। তিনজনই ৩৫ বলে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে শতরানের দেখা পেয়েছিলেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার। এদিন ৫০ বলে ১৩৭ রানে অপরাজিত থাকা মাল্লা হাঁকান ৮টি চার ও ১২টি ছক্কা।
শেষদিকে ৮ ছক্কায় ১০ বলে ৫২ রান করেছেন আইরি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৯ বলে ফিফটি তুলে যুবরাজ সিংকে পেছনে ফেলেছেন তিনি। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ৫০ রান করেছিলেন ভারতের সাবেক তারকা ব্যাটার। ১২ বলে ফিফটি পাওয়া আরও দুই ব্যাটার হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাযাই।
আইরির এদিনের স্ট্রাইকরেট ৫২০, যা টি-টুয়েন্টিতে ১০ বা তারবেশি বল খেলা ইনিংসের সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ম্যালকম ওয়ালারের, ৪৩০ স্ট্রাইকরেটে ২০১৬ সালে তুরস্কের বিপক্ষে রান তুলেছিলেন জিম্বাবুয়ের সাবেক।
এই ম্যাচে ২৬টি ছক্কা হাঁকিয়েছে নেপাল। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যা কোনো দলের এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের, আয়ারল্যান্ডের বিপক্ষে ২২টি ছক্কা হাঁকিয়েছিল আফগান দল।