ডেস্ক রিপোর্ট: দায়িত্বভার গ্রহণ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০৩ অক্টোবর) কলেজের শিক্ষক পর্ষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত শিক্ষক পর্ষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত, যুগ্ম সম্পাদক (সাধারণ) ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ অলিউর রহমান, যুগ্ম সম্পাদক (অর্থ) ও ইংরেজি বিভাগের প্রভাষক বিশ্বজিৎ রপ্তান এবং যুগ্ম সম্পাদক (ক্লাব) ও ইতিহাস বিভাগের প্রভাষক ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পর্ষদের বিগত কমিটির সম্পাদক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক (সাধারণ) ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক (অর্থ) ও ইসিলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক (ক্লাব) ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সাধন কুমার সরদার এবং বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ।
দায়িত্ব গ্রহণ করে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, গত ০৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় শিক্ষক পর্ষদের পরবর্তী মেয়াদের জন্য প্রার্থীতা আহবান করা হলে সহযোগী অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত সম্পাদক পদে, সহকারী অধ্যাপক মোঃ অলিউর রহমান যুগ্ম সম্পাদক (সাধারণ) পদে , ইংরেজি বিভাগের প্রভাষক বিশ্বজিৎ রপ্তান যুগ্ম সম্পাদক (অর্থ) পদে এবং ইতিহাস বিভাগের প্রভাষক ইদ্রিস আলী যুগ্ম সম্পাদক (ক্লাব) পদে একক প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বমসম্মতিক্রমে শিক্ষক পর্ষদের গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়।