ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের টাউন স্পোর্টিং ক্লাব মোড় এলাকায় আরসিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন প্রমুখ।
প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ১২ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।