মাসুদ পারভেজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কালিগঞ্জের গৃহহীন ও ভূমিহীনরা।
বুধবার (২৩ মার্চ) চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে বাসগৃহের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কালিগঞ্জের গৃহহীন ও ভূমিহীনরা।
অনুষ্ঠানে কালিগঞ্জ প্রান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আজহার আলীর সঞ্চালনায় গৃহহীনদের মাঝে ঘরের দলিল হস্তান্তর করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ারদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল এবং চাবি পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভূমিহীনরা।