বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রবীণ মিলনোৎসব

প্রতিবেদক
the editors
মার্চ ২৩, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণে প্রবীণ মিলনোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও ইউপি সদস্যবৃন্দ।

স্মৃতিচারণ করে প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ধনঞ্জয় মিস্ত্রী, এস এম আবু কওছার, জি এম মহিউদ্দিন, ইয়াকুব সরদার, ডা. ভূপেন্দ্র নাথ মন্ডল, পরিমল ঘরামি, বিষ্ণু পদ ঘরামি প্রমুখ।

অনুষ্ঠানে প্রবীণেরা কৈশোর, যৌবন ও বৃদ্ধ বয়সের বহু ঘটনা স্মৃতিচারণ করেন। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য উৎপল জোয়ারদ্দার জানান, প্রবীণদের জন্য সাবেক তিনটি ওয়ার্ডে তিনটি প্রবীণ কাব ঘর নির্মাণ করা হবে। এছাড়া বর্তমান পরিষদ যতদিন থাকবে, সে সময় পর্যন্ত প্রতিবছর এক বিশেষ দিনে প্রবীণদের নিয়ে উৎসব করবেন। প্রবীণরা এ উৎসবের জন্য চেয়ারম্যান অসীম মৃধাসহ ইউপির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে অনুষ্ঠানে আগত প্রবীণদের একটি করে লাঠি ও তোয়ালে প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!