ডেস্ক রিপোর্ট: আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলায় প্রাথমিক স্তরের বিনামূল্যের সব বই পৌঁছাবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ অক্টোবর) জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
কমিটির ২৪তম বৈঠকই চলতি মেয়াদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির শেষ বৈঠক বলে সূত্রে জানা গেছে। এ কারণে বৈঠকে বেশিরভাগ সদস্যই তাদের পাঁচ বছরের কার্যক্রমের স্মৃতিচারণ করেন বলে জানা গেছে।
বৈঠকে কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এজন্য এ বছর আগেভাগে বই সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকের সব বই ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে উপজেলা পর্যায়ে।
বৈঠকে গত সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১৭ হাজার ৯৬৫টি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে বলে জানানো হয়। আরও ৫০ হাজার অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ মন্ত্রণালয় করেছে বলেও জানানো হয়।
মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর জমির দলিল, রেকর্ড, পর্চা ও খতিয়ান ইত্যাদি হালনাগাদ রাখার জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সঠিকভাবে রেকর্ডভুক্তকরণের কার্যক্রম চলমান আছে বলেও জানানো হয়। সারাদেশের রেকর্ডকৃত প্রাথমিক বিদ্যালয় ৫০ হাজার ১৭৯টি অরেকর্ডকৃত ১৩ হাজার ৪০৯টি।
এদিকে বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রাথমিক স্কুলের জমির দলিলের রেকর্ড নিয়ে আলোচনা হয়।
সেখানে কমিটির সদস্য আলী আজম বলেন, অনেক বিদ্যালয়ের জমি জমিদাতার নামে রেকর্ড হয়ে আছে। অনেক ক্ষেত্রে জমিদাতার অজান্তে হয়ে থাকে। এখন সমস্যা না হলেও পরবর্তীতে দেখা যাবে স্কুলের জমি জোর করে দখল করার চেষ্টা করছে। এ জন্য তিনি প্রাথমিক বিদ্যালয়ের দলিল, পর্চা ও খতিয়ান হালনাগাদ করার ওপর জোর দেন।
একই সুপারিশ করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারও। ওই বৈঠকে মন্ত্রণালয়ের সচিব বলেন, সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে সব বিদ্যালয়ের দলিল, পর্চাদি ও খতিয়ান এবং বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ ইত্যাদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখার জন্য।
সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২৪ সালে বিনামূল্যে পুস্তক প্রণয়ন কার্যক্রম অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে যথাসময়ে বই দেওয়ার লক্ষ্যে নির্দিষ্ট সময়ে বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত ও গুণগত মান নিশ্চিতকরণে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।