উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জে জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পিসিআরসিবি প্রকল্পের ফেইজ-২ এর অফিসে বেসরকারি সংস্থা সিসিডিবি’র আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সূচনা বক্তব্য দেন পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
প্রশিক্ষণে বনবিবিতলা গ্রামের ১৫ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে হামান, বালতি, ফেরোমন ফাঁদ, বোয়েম ও ক্রপ ক্যালেন্ডার বিতরণ করা হয়।