মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইতিহাস গড়ে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল

প্রতিবেদক
the editors
মে ২, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক | স্পিন বোলিং পিচে অবশ্য খুব বেশি সংগ্রহ করতে পারেনি আরব আমিরাত। ললিত রাজবানশির বোলিং নৈপুণ্যে অল্পতেই গুটিয়ে যায় দলটি।

রান তাড়ায় ব্যাট করতে নেমে লড়াই করেছেন গুলসান জা। তার পঞ্চাশোর্ধ ইনিংসের পাশাপাশি ভিম শারকির ধৈর্যশীল ব্যাটিংয়ে জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ নিশ্চিত করে নেপাল।

প্রিমিয়ার কাপ ফাইনালে আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। এই জয়ে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ ‘এ’ তে ভারত ও পাকিস্তানের সঙ্গে লড়াই করবে দলটি। একইসঙ্গে প্রিমিয়ার কাপ টেবিলের শীর্ষ তিন দলে যায়গা করে নেওয়ায় জুলাইয়ে হতে যাওয়া এসিসি ইমার্জিং এশিয়া কাপেও সরাসরি অংশগ্রহণ করবে তারা।

মঙ্গলবার কীর্তিপুরের ত্রিভূবন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে আরব আমিরাত। জবাব দিতে নেমে ১১৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নেপাল।

ব্যাটিংয়ে একদমই সুবিধে করতে পারেনি আরব আমিরাত। দলটির একজন বাদে কেউই পার করতে পারেনি ১৫ রানের বেশি। তাদের মধ্যে ওপেনিংয়ে নামা মোহাম্মদ ওয়াসিম ১১ ও আরয়ান লাকরা করেন ১৩ রান। মাঝে বাসিল হামিদ ও শেষদিকে জুনাইদ সিদ্দিকী করেন সমান ১০ রান। এদিন একাই লড়েন আসিফ খান। তবে ফিফটি স্পর্শ করা হয়নি তার।

চার রানের আক্ষেপ নিয়ে বিদায় নেন নেপালের এই ব্যাটার। ৫৪ বলে তিনি খেলেন ৭ চার ও এক ছক্কায় ৪৬ রানের ইনিংস। নেপালের হয়ে বল হাতে যাদু দেখান ললিত ৭ ওভার ১ বলে ১৪ রান দিয়ে তিনি তুলে নেন ৪টি উইকেট। জোড়া উইকেট পান সন্দীপ লামিচানে ও কারান কে সি। এক উইকেট করে নেন সম্পাল কামি ও গুলসান।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল বুরতেল (১) ও আসিফ শেখকে (৮) হারায় নেপাল। এরপর ব্যাট করতে নেমে দলের হাল ধরেন গুলশান। তাকে সঙ্গ দিয়ে ধৈর্যশীল ব্যাটিং করতে থাকেন বিম শারকি। গুলশান পঞ্চাশ স্পর্শ করেন ৭৫ বলে। শারকির সঙ্গে দারুণ জুটি গড়ে নিশ্চিত করেন দলের জয়ও। ৮৪ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শারকি করেন ৭২ বলে অপরাজিত ৩৬ রান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঁশদহায় সমাবেশে আসাদুজ্জামান বাবু: জনগণ জামায়াত-বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে

ইসরায়েল থেকে প্রাণে বেঁচে দেশে ফিরলেন নুসরাত

দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯ দল

বাবার মরদেহে ছুরি চালানোর মতো কেউ নেই: জাফরুল্লাহর ছেলে

আইন প্রণয়নের মতামত: ধর্মীয় অবমাননায় সর্বোচ্চ শাস্তি, অপরাধ জামিন অযোগ্য

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

পোশাকের বাজার সহজ করতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বুবলীর ‘বিস্ফোরক মন্তব্যে’ বিরক্ত শাকিব, কড়া হুঁশিয়ারি

কয়রা প্রেসক্লাবের কমিটি গঠন: মোস্তফা শফিকুল ইসলাম সভাপতি, সদর উদ্দিন সম্পাদক

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান

error: Content is protected !!