রিজাউল করিম/মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের উন্নয়নে ১১শ ৭০ কোটি টাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সম্মেলনকক্ষে ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসময় খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম করা হয়েছে কাজ আরও স্মুথ করার জন্য। যেন সময় বাঁচে।
ভোমরা বন্দরের বিদ্যমান সমস্যাগুলো সবই সমাধান করা হবে উল্লেখ করে তিনি বলেন, ভোমরা বন্দরের উন্নয়নে ১১শ ৭০ কোটি টাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটা বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না। এটাই হবে প্রাণ কেন্দ্র, হিরো পোর্ট।
প্রতিমন্ত্রী বলেন, ভোমরা বন্দর আপনাদের। এটা দেখভাল করার দায়িত্ব আপনাদের। এখানে কোন সংকট দেখা দিলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে।
ইতোপূর্বে দেশের বন্দরগুলোতে কোনো শৃঙ্খলা ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০১ সালে শৃঙ্খলা ফেরানোর জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন করেন। যা ২৪ বছরে বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখন কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে এগিয়ে যাচ্ছেন বলেই বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। আমরা যে সেক্টরে তাকায় না কেন, একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটেছে। অনেকে রেলের কথা বলেন। বাংলাদেশে ব্রিটিশরা রেল করেছিল, আর শেখ হাসিনা রেল করেছেন। মাঝখানে তো কেউ করেনি। সমুদ্র পরিবহনের বিষয়টি দেখেন। মোংলা বন্দর সক্ষমতার দিক দিয়ে চট্টগ্রামের বন্দরের সমপর্যায়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, সীমান্তে প্রতিনিয়ত কিলিং হতো। এখন কিন্তু আর হয় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সুইস কনট্রাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদ হোসেন প্রমুখ।