সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৮ নৌকাসহ ৬ জেলে আটক

প্রতিবেদক
the editors
অক্টোবর ৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় ছয় জেলেকে আটক করেছে বনবিভাগ।

রোববার (৮ অক্টোবর) রাতে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ হাবিবুল ইসলামের নেতৃত্বে দোবেঁকীর আগড়াকোনা, বালিঝাকি ও তবলাকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় আটক জেলেদের ব্যবহৃত ২টিসহ পরিত্যক্ত অবস্থায় আরও ৬টি নৌকা জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামের সামছুর রহমান, সোহেল হোসেন, সুমন হোসেন, বকুল হোসেন, নজরুল ইসলাম ও মোসলেম আলী।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী জানান, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে যেয়ে মাছ ধরছিল। অভিযানের বিষয়টি বুঝতে পেরে কিছু সংখ্যক জেলে বনের মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের নৌকাগুলো জব্দ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আটক জেলেসহ নৌকাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!