বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রেকর্ড গড়ে বাংলাদেশের সিরিজ জয়

প্রতিবেদক
the editors
মার্চ ২৩, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: হাসান মাহমুদের মুখে একটা হাসি লেগেই থাকে। খুব ভালো কিছু হলেও তার ওই হাসি গতিসীমা পেরোয় না কখনো।

জীবনের প্রথম ‘ফাইফার’ পাওয়ার পর যখন তিনি সাজঘরে ফিরছেন, একই হাসি। ব্যাকগ্রাউন্ডে দুজন লোককে বুঝতেও কষ্ট হওয়ার কথা না তার ওই ছবিটাতে।
একপাশে এবাদত হোসেন হাততালি দিচ্ছেন চওড়া হাসিকে সঙ্গী করে। আরেক পাশে দাঁড়ানো তাসকিন আহমেদ নাকমুখ ঢেকে আছেন হাত দিয়ে। অনুজের সাফল্যের দিনটা তো আসলে তাদেরও। হাসান মাহমুদ যেদিন পাঁচ উইকেট পেলেন প্রথমবার, সেদিন তো তারা কীর্তিও গড়েছেন একটি।

টেস্ট, টি-টোয়েন্টি অথবা ওয়ানডে; ফরম্যাট যেমনই হোক, বাংলাদেশের পেসাররা কখনোই নিতে পারেনি আট উইকেটের বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে নিলো দশটি। ‘স্পিনারদের দেশে’ এখন অবধি এক অসাধ্য সাধনের মতোই ব্যাপার হয়তো এটি। হাসান মাহমুদদের এমন সাফল্যের ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য কোনো উইকেটই হারাতে হয়নি।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বল খেলে সব উইকেট হারিয়ে ১০১ রান করে আইরিশরা। জবাব দিতে নেমে ২২১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের কীর্তি গড়ে স্বাগতিকরা।

প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয়টি বৃষ্টিতে হয় পরিত্যক্ত; সিরিজের ট্রফি তাই থাকছে স্বাগতিকদের কাছে। ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ খেলেছে নিজেদের মতো করেই। একটি রেকর্ড অবশ্য ছোঁয়া হয়নি। ২০০৯ সালে জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ, সেদিন জয় এসেছিল ২২৯ বল হাতে রেখে। ওই রেকর্ড ভেঙে ফেলা সম্ভব হয়নি এদিন। কেননা জেতার সময় ২২১ বল হাতে ছিল বাংলাদেশের।

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া অধিনায়ক তামিম ইকবাল ৫ চার ও ২ ছক্কার ইনিংসে ৪১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ৩৮ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়ে অপরাজিত থাকেন লিটন দাস। এতে আয়ারল্যান্ডকে একটি তেঁতো হারের স্বাদ দেয় বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটে হারে আইরিশরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুর দিকে দেখেশুনেই খেলে আয়ারল্যান্ড। বৃষ্টিতে ঢেকে থাকা পিচে সুইং ছিল স্বাভাবিকভাবেই। বাংলাদেশ প্রথম সাফল্য পায় পঞ্চম ওভারে এসে। ২১ বলে কেবল ৮ রান করা স্টেফেন দোহানি উইকেটের পেছনে ক্যাচ দেন হাসান মাহমুদের বলে। পরের দুটি উইকেটও হাসানের।

নবম ওভারের প্রথম বলে এই পেসার ফেরান পল স্টার্লিংকে। এলবিডব্লিউ হওয়ার আগে আইরিশ উদ্বোধনী ব্যাটার ১২ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান। ওই ওভারেই হাসান ফেরান হ্যারি টেক্টরকে। ৩ বল খেলে কোনো রান না করা এই ব্যাটারও হন এলবিডব্লিউ।

পরের ওভারেই আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে আউট করেন তাসকিন আহমেদ। ১ চারে ১৮ বলে ৬ রান করে তিনি ক্যাচ দেন প্রথম স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে। ২৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ডকে কক্ষপথে ফেরানো ছিল কঠিন এক কাজ।

ওই চেষ্টা করেন কার্টিস ক্যামফার ও লরকান টাকার। দুজন মিলে গড়ে তোলেন ৪২ রানের জুটি। কিন্তু এবারও আইরিশদের জন্য ধাক্কা হয়ে আসেন এক পেসারই। এবাদত হোসেন এলবিডব্লিউ করে ফেরান টাকারকে। সাজঘরে ফেরার আগে ৪ চারে ৩১ বলে ২৮ রান করেন তিনি।

এরপর অনেকটা সময় একাই লড়াই করেন কার্টিস ক্যামফার। নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। হাসান মাহমুদের চতুর্থ শিকার হওয়ার আগে ৪ চারে ৪৮ বলে ৩৬ রান করেন ক্যামফার। ইনিংসের ২৭তম ওভারে এসে যখন আইরিশরা দলীয় সংগ্রহে তিন অঙ্ক স্পর্শ করে, ততক্ষণে ৯ উইকেট নেই তাদের।

শতরান ছাড়িয়ে যাওয়ার একটু পরই সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেন হাসান। ১৯ বলে ৩ রান করা গ্রাহামকে ফেরান এলবিডব্লিউ করে। এতে একটি রেকর্ডেও নাম লেখায় ম্যাচটি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের পেসাররা নিলেন প্রতিপক্ষের ১০ উইকেট।

৮ ওভার ১ বল হাত ঘুরিয়ে ১ মেডেনসহ হাসান মাহমুদ ৩২ রান দিয়ে পাঁচ উইকেট পান। এর বাইরে তাসকিন ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট ও এবাদত হোসেন ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১ ওভারে ৩ ও নাসুম ৩ ওভারে ১১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। বোলিং করেননি সাকিব আল হাসান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ক্লাসেন-ইয়ানসেন তাণ্ডবে ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিল দ.আফ্রিকা

শ্যামনগরে সৈনিক লীগ নেতাকে কুপিয়ে জখম!

জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আওয়ামী লীগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান ম্যাচের আগে ‘ভয়ংকর পিচ’ নিয়ে আতঙ্ক!

দ্বিতীয় সন্তানের মা হওয়ার সময় জানালেন শুভশ্রী

তিন সংকটকে বড় চ্যালেঞ্জ মনে করছে সরকার

‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা বন্ধে আইনি নোটিশ

সমতাভিত্তিক সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সাতক্ষীরায় অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষা প্লাবিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন

নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে খাদ্যমন্ত্রীর কাছে ১ হাজার পোস্ট কার্ড পাঠালো উপকূলের মানুষ

error: Content is protected !!