Friday , 13 October 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবন থেকে হরিণ ধরা ফাঁদসহ নৌকা জব্দ

প্রতিবেদক
admin
October 13, 2023 8:44 pm

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে ৩০ পিস হরিণ ধরা ফাঁদসহ একটি নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে সাতক্ষীরা রেঞ্জের টেকেরখাল এলাকা হতে এসব জব্দ করা হয়।

বনবিভাগ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কর্মকর্তা মোঃ মোবরক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে ৩০ পিস হরিণ ধরা ফাঁদসহ একটি নৌকা জব্দ করে। তবে বনবিভাগের উপস্থিতি বুঝতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়