দেবহাটা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে দেবহাটায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
সোমবার সকাল ১০টায় র্যালি শেষে ফিঁতা কেটে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ও সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মকিত, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল খান চৌধুরী, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী শেখ মোয়াজ্জেম হোসেন, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী প্রমূখ।
স্মার্ট ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি সেবা চালু করেছে।
এতে করে কোন প্রকার ভোগান্তি ও ঝামেলা ছাড়াই অনলাইনে এসকল সেবা নিতে পারবেন সাধারণ মানুষ।
শুধু তাই নয়, ভূমি সেবা সপ্তাহ ঘিরে স্বল্প সময়ের মধ্যেই ই-নামজারি কেস নিষ্পত্তি করা হবে। সেজন্য দালালের খপ্পরে না পড়ে আগামী ২৮ মে’র আগেই ই-নামজারি কেসের আবেদন করার জন্য সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।