ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোংলা পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই এমভি আনমনা-২ নামক একটি লাইটার ডুবে গেছে।
রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে এতে পানি ঢুকে ডুবে যায়।
এসময় লাইটারে থাকা ১০ কর্মচারী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
লাইটার জাহাজটির মাস্টার এনায়েত হোসেন বলেন, বন্দরের ৪ নম্বর বয়ায় অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি জাহান ব্রাদার্স’ থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে খুলনার রূপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির ‘সেভেন রিংকস’ সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হওয়ার সময় জাহাজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে বন্দরের ৪ নম্বর বয়ায় নোঙর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রোববার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে। রাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বন্দরের মুরিং বোট এমভি হিরা।
দুর্ঘটনার পরে বন্দরে নৌ-চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।