বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

একমাত্র সুশৃঙ্খল বাহিনী হিসেবে সব ডিপার্টমেন্টে কাজ করে আনসার: ফজলে রাব্বী

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৮, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেছেন, আনসার বাহিনী বাংলাদেশের একমাত্র সু-শৃঙ্খল বাহিনী যারা সব ডিপার্টমেন্টে কাজ করে। এই বাহিনী একদিকে যেমন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে, ঠিক তেমনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য বাংলাদেশের ইতিহাসে আনসার বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আনসার বাহিনী। ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদান দেশের ইতিহাসকে মহিমান্বিত করেছিল। বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিল। এ বাহিনীর ৬৭০জন সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় আনসার বাহিনী মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করেন। যেটা ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে অনেকাংশে ভূমিকা রাখে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে আনসার বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য উপস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান বক্তারা।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩২ জন ভিডিপি সদস্যকে বাইসাইকেলসহ সহস্রাধিক ভিডিপি সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪২

সাতক্ষীরার সজীব খানসহ ১৭৭ জনকে এসপি পদে পদোন্নতি

হতাশা নয়, আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে: অকৃতকার্যদের প্রধানমন্ত্রী

শ্যামনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতারের ভয়ে লাপাত্তা প্রেমিক

ভার‌তে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

নির্বাচন বর্জন করলেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লিটন

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ‘নতুন প্রজন্ম কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা

শ্যামনগরে কপোতাক্ষের বেড়িবাঁধে ফাটল, আতংক!

পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩ বছর পর ছোট পর্দায় ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী

error: Content is protected !!