the editors logo
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় গ্রীন ম্যানের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিবেদক
the editors
মার্চ ২৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যান।

এ উপলক্ষে রোববার (২৬ মার্চ) উপজেলার ৮৮নং মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

প্রতিযোগিতায় বিদ্যলয়টির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আল ইকরাম মোড়ল, দ্বিতীয় হয়েছে মেহবুবা ও তৃতীয় হয়েছে নম্রতা পাল এবং চিত্রাংকন প্রযোগিতায় বিজয়ী হয়েছে আল ইকরাম মোড়ল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রত্না রাণী পাল ও শিক্ষকমণ্ডলী।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সিনিয়র সদস্য সুজয় চক্রবর্তী, কাজী মুজাদ্দিদ, নিশাত শাহিন নোভা, সাবিহা সুলতানা রত্না, শ্রাবন্তী সুলতানা ঐশী, মোনালিসা মিরা প্রমুখ।

এর আগে সকালে তালার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে গ্রীন ম্যানের একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে যুব সংগঠন গ্রীন ম্যান।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!