বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালীগঞ্জে আমের বাম্পার ফলন

প্রতিবেদক
the editors
এপ্রিল ২০, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ছোট-বড় মিলে ৬২৯টি আম বাগানে আমের বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, উপজেলায় এবার মোট ৫২৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এছাড়াও ছোট-বড় অসংখ্য বাগানে ব্যক্তি উদ্যোগে আম চাষ করেছেন স্থানীয়রা।

স্থানীয় চাষীরা আম পঞ্জিকা অনুযায়ী আম বাজারজাতকরণের অপেক্ষায় আছেন।

সে অনুযায়ী ১২ মে থেকে গোবিন্দ ভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম, ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপলি আম বাজারে উঠবে।

দেশের বাজারে আগে থেকেই সুনাম রয়েছে কালিগঞ্জ উপজেলাসহ সাতক্ষীরার আমের। দেশের সীমানা ছাড়িয়ে সাতক্ষীরার আমের সুনাম ও চাহিদা ছড়িয়ে পড়েছে ইউরোপ ও আমেরিকার বাজারেও। মাটি ও আবহাওয়াজনিত কারণে সাতক্ষীরার আম আগে পাকে। স্বাদে, গুণে অনন্য হওয়ায় গত কয়েক বছর ধরেই সাতক্ষীরার আম রপ্তানি হচ্ছে বিদেশে। জেলার গোবিন্দভোগ, ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি আম রপ্তানি হয় ইতালি, জার্মানী, ইংল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশে।

কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন বলেন, এবার কালিগঞ্জ উপজেলায় আমের বাম্পার ফলন হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!