বেনাপোল প্রতিনিধি : ভারতে ৩ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি যুবক।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তারা অবৈধ পথে ভারতে যায়। এরপর তারা ভারতের তামিলনাড়ু প্রদেশে বিভিন্ন এলাকায় কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। পরে আদালতের মাধ্যেমে তামিলনাড়ু জেলখানায় ৩ বছর থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।