দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের অব্যাহত হয়রানি ও ষড়যন্ত্রে বন্ধ হতে বসেছে সৌখিন ফার্নিচার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। বিগত প্রায় ৪০ বছর ধরে সখিপুরে সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন মুনসুর আলী বিশ^াস।
কিন্তু বিগত কয়েক বছর আগে সাব রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় নিজেদের ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখা ও ওয়ার্কশপ নির্মাণের পর থেকে স্থানীয় সিরাজ গাজী ও আলীম গাজীর পরিবার ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ও উচ্ছেদে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে আসছে বলে অভিযোগ মালিক মুনসুর আলীর ছেলে আবুল হাসানের।
আবুল হাসান জানায়, সিরাজ গাজীর ছেলে আবু রায়হান ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করে তাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি করছেন। এর আগে একাধিকবার আবু রায়হানের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে অভিযানে গিয়ে শেষশেষ দুঃখপ্রকাশ করে চলে যান সাবেক উপজেলা নির্বাহী অফিসার, পল্লীবিদ্যুৎ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের অফিসাররা।
সম্প্রতি আরো একদফা তদন্ত সম্পন্ন হয়েছে।
সুষ্ঠুভাবে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।