শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পালানোর সময় সাতক্ষীরা জেলা আ.লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর আটক

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ভারতে পালানোর সময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাসকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভোমরা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভোমরা আইসিপি দিয়ে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাস ভারতে পালানোর চেষ্টার সময় বিজিবি আটক করে। তিনি আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল রাজেশ্বর দাসের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!