ডেস্ক রিপোর্ট: বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?’
তিনি বলেন, ‘২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করলো। প্রথমে অর্ধেক দিবস বলে পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।’
সেতুমন্ত্রী বলেন, ‘কোথায়, লাফালাফি কই? বাড়াবাড়ি কোথায়? ২৮ তারিখ (অক্টোবর) তারপরে ২৯, ৩০, ৩১। এরপর নভেম্বরের আজ ৪ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত মেট্রোরেল উদ্বোধন করেছেন। ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর কতদিন হলো? কি বলেছিল। শেখ হাসিনাতো বসে (ক্ষমতায়) আছেন। ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসভা অলংকৃত করে বঙ্গবন্ধুকন্যা বসে আছেন আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে। তিনি আছেন, তিনি থাকবেন।’
তিনি বলেন, ‘হায়রে মির্জা ফখরুল, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছেন। কেউ কেউ টেনে ধরেন হরতাল ঘোষণার জন্য। প্রথমে অর্ধদিবস বলে নিচে নেমে গেছেন। সেখান থেকে আবার তাকে উপরে তুলে আনছেন। তখন মাইকও নাই। তারপর বলেন পূর্ণদিবস হরতাল। তারপর দৌড়রে দৌড়।’
ওবায়দুল কাদের বলেন, ‘ওইদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না। পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই। আমীর খসরু কোথায়? দুইদিন পর পাওয়া গেলো। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ দিয়ে খেলেন, এটাও ভালো। গয়েশ্বর এখন কোথায়? এতো বীরপুরুষ, হাসিনা সরকার ২৮ তারিখের পরে আর নাই! হাসিনা সরকার আছে। বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে বিএনপি? কোথায় গেছে? এখন রিজভী আহমদ কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকে গেছেন। ওখান থেকে প্রেস কনফারেন্স করেন। এখনো বড় বড় কথা। সরকার উৎখাত করবে।’
তিনি আরও বলেন, ‘বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসে। কোথাকার এক পাগল, ওটা নাকি বাইডেনের উপদেষ্টা। ভুয়া। এক দফা, ২৭ দফা, বিএনপি, আন্দোলন ভুয়া। বিএনপি মানেই ভুয়া।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সতর্ক পাহারায় আপনারা আছেন? শেখ হাসিনার নির্দেশ খেলা হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, আমরা জিতে গেছি। সামনে সেমি ফাইনাল, তারপরে ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আপনারা তৈরি তো?’