শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘টাইমড আউটের’ ভয়ে প্যাড পরেননি রউফ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৩, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট হলেও না একটা কথা ছিল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার হারিস রউফ যা করেছেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তাড়াহুড়ো করে প্যাড ছাড়াই খেলতে নেমে গেছেন পাকিস্তানের এই পেসার।

আলবুরির ল্যাভিংটন স্পোর্টস ওভালে আজ বিগব্যাশের চলতি মৌসুমের ১৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছে মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডার। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্টার্স অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। রউফ খেলেছেন ম্যাক্সওয়েলের দলের হয়ে। সেই ম্যাচে ১৯ ওভারে শেষে স্টার্সের স্কোর ছিল ৬ উইকেটে ১৭০ রান। শেষ ওভারেই স্টার্সের ইনিংসে ধস নামানো শুরু করেন থান্ডারের ড্যানিয়েল স্যামস। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে বিউ ওয়েবস্টার ও উসামা মীর-স্টার্সের টানা দুই উইকেট নেন স্যামস। এরপর পঞ্চম বলে রান আউট হয়েছেন মার্ক স্টিকিটি। ইনিংসের একমাত্র বল মোকাবিলা করতে তড়িঘড়ি করে নেমেছেন রউফ। প্যাড তো পরেননি, হেলমেট, গ্লাভসও পরেননি পাকিস্তানের এই পেসার। টাইমড আউটের শঙ্কাই হয়তো কাজ করছিল রউফের।

কেএফসি বিগ ব্যাশ লিগ তাদের টুইটার অ্যাকাউন্টে রউফের প্যাড, হেলমেট ছাড়া মাঠে নামার ভিডিও পোস্ট করেছে। ভিডিও পোস্ট করেছে ফক্স ক্রিকেটও। ফক্স তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হারিস প্যাড ছাড়াই খেলতে নেমেছে। অদ্ভুতুড়ে উপায়ে স্টার্সের ইনিংস শেষ হয়েছে।’

ধারাভাষ্যকক্ষেও ব্র্যাড হাডিন, মেল জোনস, ব্রেট লি পর্যন্ত অবাক হয়ে গেছেন। ফক্স ক্রিকেটকে হাডিন বলেন, ‘একবার তার দিকে দেখুন। সে গ্লাভস পরেনি। হেলমেট, প্যাডও পরেনি।’ লি বলেন, ‘আমি এমনটা কখনোই দেখিনি।’ এরপর জোনস বলেন, ‘হারিস রউফ সময় পায়নি।’ ব্রেট লি বলেন, ‘যদি এখন ওয়াইড হয় ও সিঙ্গেল নেয় তখন কী হবে? তখন তো তাকে কোনো কিছু ছাড়া বল মোকাবিলা করতে হবে। আশা করি, সে বক্সটা অন্তত পড়েছে।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার অবস্থা এই ভালো-এই খারাপ

পুলিশের অনুমান এমপি আনারের লাশ কেটে লাগেজে ভরে বাইরে নেন ৩ জন

আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে আসাদুজ্জামান বাবুর মতবিনিময়

এমটিএফইতে বিনিয়োগ করে প্রতারিত সাতক্ষীরার মানুষও, ‘মামলা আতঙ্কে’ তাঁরা

সবজি চাষেই ভাগ্য ঘুরেছে হাটছালা গ্রামের ১০০ পরিবারের

শার্শায় সাংবাদিককে পিটিয়ে জখম করার অপরাধে সার্জেন্ট রফিক ক্লোজ

স্মার্ট শিক্ষাব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের প্রতি আন্তরিকভাবে কাজ করার আহবান দুই এমপির

সার্কাস ও চাঁদাবাজির কাজে হাতি ব্যবহারের লাইসেন্স বন্ধ

আট জেলায় নতুন কর অঞ্চল হচ্ছে

বড়দিনে ইসরায়েলি হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত

error: Content is protected !!