কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে রবি/২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৭৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি.এম তারিক-উজ-জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, অনুতব সরকার, গুরুদাস মন্ডল মোঃ আল মাহফুজ, সাংবাদিক মোঃ কামাল হোসেন, স্থানীয় কৃষক চঞ্চল মন্ডল, মুর্শিদা আক্তার,ইয়াকুব গাজী, মুরাদ শেখ প্রমুখ।
আলোচনা শেষে কৃষকদের মাঝে গম, সরিষা, ভুট্টা, শীতকালিন পেয়াজ ও সূর্যমুখীর বীজ এবং ফসল অনুযায়ী ১০ কেজি থেকে ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।