মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ওয়েস্ট ইন্ডিজে হ্যাটট্রিক হাসান মুরাদের

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৯, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে ভালোই ম্যাচ প্র্যাকটিস হলো বাংলাদেশের বোলারদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে শেষ দিনে দারুণ করেছেন তাঁরা। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দিনে খেলা হয়েছে মাত্র ২৫.৪ ওভার। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ হ্যাটট্রিকে শেষ হয় ম্যাচ। বাংলাদেশ অবশ্য জেতেনি, ওয়েস্ট ইন্ডিয়ানরা ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

ফল অবশ্য এই ম্যাচের মুখ্য বিষয় ছিল না, ছিল ম্যাচ পরিস্থিতির অনুশীলন। আগের দিন ব্যাটসম্যানরা সেই কাজটা ভালোই করেছেন। কাল সেটি করলেন বোলাররা। পরশু ৫ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলাররা কাল ২৫.৪ ওভার বল করে পেয়ে যান আরও ৮ উইকেট।

পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হ্যাটট্রিকম্যান হাসান মুরাদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি স্পিনার ২৬তম ওভারে প্রথম ওভারটি করেন। সেই ওভারে ১ রান দেওয়া মুরাদ নিজের পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পেয়ে যান।

মুরাদের প্রথম শিকার ড্যানিয়েল বেকফোর্ড হয়েছেন এলবিডব্লু। এরপর নাভিন বিদাইসিকে বোল্ড করে বিদায় করার পর চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সর্বশেষ এশিয়াডে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মুরাদ।

৮৭ রানে দাঁড়িয়ে মুরাদকে ৩ উইকেট দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান নির্বাচিত একাদশ ষষ্ঠ উইকেটটিও হারিয়েছে ৮৭ রানেই। ২০ রান করা ব্যাটসম্যান জাস্টিন গ্রিভসকে মাহমুদুল হাসানের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। ১ ওভার বোলিং করা মিরাজ ওই ওভারে কোনো রান দেননি।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের অন্য ৫টি উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। হাসান মাহমুদ ৬ ওভারে ১৫ রানে ও তাসকিন ৫ ওভারে ২১ রানে নিয়েছেন ২টি করে উইকেট। শরীফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে নিয়েছেন ১ উইকেট। নাহিদ রানা ৭ ওভারে ২৮ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাইজুল উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানে না যেতে বোর্ডগুলোকে লোভনীয় অফার ভারতের
আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩ (মাহমুদুল ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, মাহিদুল ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭)।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯; হাসান মাহমুদ ২/১৫, নাহিদ রানা ০/২৮, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, তাইজুল ০/৪, হাসান মুরাদ ৩/১, মিরাজ ১/০)।

ফল: ড্র।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট

আশাশুনির মাড়িয়ালায় ইউএনও’র হস্তক্ষেপে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ

৭ নভেম্বরের মধ্যে বকেয়া না দিলে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে না আদানি

ধর্ষণের দায়ে সাজা খাটতে ব্রাজিলে গ্রেপ্তার রবিনিও

ঘূর্ণিঝড় মোচা মোকাবেলায় সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সাংবাদিক হাবিবুল হাসানের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নিন্দা

কানাডার চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’, যাবেন তিশা-শুভ

নামাজের সময় কুখরালী আমতলা বাজারের দোকান-পাট বন্ধ রাখার ঘোষণা

শ্যামনগরে লবণ-খরা সহনশীল ধান বীজ ও জৈব সার বিতরণ

উপজেলা ভোট: একই ভোটের একাধিক প্রার্থীর মধ্যে লটারির নির্দেশ

error: Content is protected !!