বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না : মির্জা ফখরুল

প্রতিবেদক
Shimul Sheikh
নভেম্বর ২০, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না। তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।”

বুধবার (২০ নভেম্বর) পর ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “ফেনীর মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারো কাছে মাথা নত করেননি। তিনি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। তিনি আওয়ামী লীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় ৬ বছর জেল খেটেছেন।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “১৫ বছরের পুরোনো জঞ্জাল সাফ করা এতো সহজ নয়। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয়।”

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!