Friday , 22 March 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ধর্ষণের দায়ে সাজা খাটতে ব্রাজিলে গ্রেপ্তার রবিনিও

প্রতিবেদক
admin
March 22, 2024 11:54 am

স্পোর্টস ডেস্ক: দুই বছর আগেই তার ওপর আনা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় সর্বোচ্চ আদালতে। কিন্তু রায়ের আগেই ইতালি ছেড়ে যান রবিনিও।
তাই এই সময়টা ধরা ছোঁয়ার বাইরেই থাকেন সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে গত বুধবার ব্রাজিলের একটি আদালত রায় দিয়েছেন, রবিনিওকে কারাভোগ করতেই হবে। তাই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৩ সালে মিলানের একটি নৈশক্লাবে এক আলবেনিয়ান নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে রবিনিওর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে ৯ বছরের কারাদণ্ড দেন ইতালির সর্বোচ্চ আদালত। কিন্তু রবিনিও তখন ব্রাজিলে অবস্থান করছিলেন। তাকে ফেরত আনায় ব্যর্থ হওয়ার পর ইতালিয়ান সরকার অনুরোধ করে সে যেন তার সাজা ব্রাজিলে কাটায়।

গত বুধবার ব্রাসিলিয়া আদালতের রায়ের পর দিনই সুপ্রিম কোর্টে আপিল করেন রবিনিও। কিন্তু সেখানেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাকে। এরপর সান্তোসে নিজস্ব ফ্ল্যাট থেকেই গ্রেপ্তারের শিকার হন তিনি। গত রোববার ব্রাজিলের টেলিভিশন নেটওয়ার্ক ‘রেকর্ড’-এ রবিনিও বলেন, ওই নারীর সঙ্গে সবকিছু পারস্পরিক সম্মতিতেই হয়েছিল।

সান্তোসের দক্ষিণ-পশ্চিমাঞ্চল শহরের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রবসন ডি সউজার (রবিনিও) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। আসামির শারীরিক পরীক্ষা করা হবে (মেডিকেল লিগ্যাল ইনস্টিটিউটে) এবং শুনানিও হবে। এরপর তাকে সংশোধনাগারে পাঠাতে হবে। ’

ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করেন রবিনিও। অপরাধে ঘটানোর সময়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানের খেলছিলেন তিনি। দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২০ সালে করা আপিলে হেরে যান তিনি। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তার সাজা বহাল রাখেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাবুরায় খোলপেটুয়ার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতংকে এলাকাবাসী!

মেসির জোড়া গোলে মায়ামির জয়

শিক্ষকদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরার আশ্বাস দিলেন এমপি সেঁজুতি

খেশরা ও জালালপুরে সৈয়দ দিদার বখতের গণসংযোগ

সুযোগ সৃষ্টি করেছি, নারীদের এখন এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে নরেন্দ্র মোদীর দেওয়া সোনার মুকুট চুরি, সন্দেহভাজনের ছবি প্রকাশ

সাতক্ষীরার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’, বেড়েছে দূষণের মাত্রা

গুলিবিদ্ধ যুবদল নেতার মৃত্যু

নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

‘সুড়ঙ্গ’ পাইরেসি, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা