সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: তথ্য জালিয়াতি করে চাকরি, শিক্ষকদের পুরস্কারের টাকা ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগের নামে অতিরিক্ত শাখা খুলে কোচিং বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে।

সম্প্রতি যশোর শিক্ষা বোর্ডের তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে।

এর প্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিঅ-৬/৪৭৫২/৮৭ নং স্মারকে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতিকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিঅ-৬/৪৭৫২/৮৭ নং স্মারকের পত্র সূত্রে জানা গেছে, গত ০৫-১২-২০২৩ তারিখে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবীর আহমেদ প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক বরাবর একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২৪-১২-২০২৩ তারিখে বিঅ-৬/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১৫৫১১ নং স্মারকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়।

তদন্ত শেষে গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সাতক্ষীরা সদর উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার শামীম ভূইয়া ০৫.৪৪.৮৭৮২.০০০.১০.০০৫.২১-২৪৭ নং স্মারকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান বরাবর অভিযোগের তদন্ত প্রতিবেদন (সংযুক্ত ১৫ ফর্দে) প্রেরণ করেন।

পরবর্তীতে উক্ত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ২৪-০৪-২০২৪ তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়াম্যানের নির্দেশক্রমে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিঅ-৬/৪৭৫২/৫৫ নং স্মারকে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীকে কারণ দর্শানো জবাব দাখিল করতে বলা হয়।
এছাড়া ওই পত্রে বলা হয়, তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের আলোকে মো. কবীর আহমেদের দাখিলকৃত অভিযোগ সমূহের মধ্যে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বেতন বন্ধের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এর মহাপরিচালক বরাবর কেন পত্র প্রেরণ করা হবে না তার জবাব পত্র জারীর ১৫ দিনের মধ্যে প্রদান করার অনুরোধ করা হয়।

পরবর্তীতে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী বিঅ-৬/৪৭৫২/৫৫ নং স্মারকের জবাব দাখিল ও কারণ দর্শাতে ব্যর্থ হলে গত ১০ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিঅ-৬/৪৭৫২/৮৭ নং স্মারকে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতিকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিঅ-৬/৪৭৫২/৮৭ নং স্মারকে অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের বিরুদ্ধে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কবীর আহমেদের অভিযোগ মোতাবেক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এতে আরো উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় মো. কবীর আহমেদের অভিযোগ সমূহের মধ্যে মো. আব্দুল মালেক গাজীকে সহকারী শিক্ষক (কম্পিউটার শিক্ষা) নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ১৯৯৫ এর ৯নং ক্রমিকের শর্তাবলী প্রতিপালন করা হয়নি।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট সেকায়েপ কর্তৃক ১ লক্ষ টাকা উদ্দীপনা পুরস্কারের টাকা নীতিমালা অনুসারে নির্ধারিত শিক্ষকদের মাঝে শতকরা হিসাবে বণ্টনের নীতিমালা থাকলেও প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয়ের জন্য ১৮-০১-২০২১ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে উল্লেখ আছে। তবে কি উন্নয়নমূলক কাজ করেছেন তা উপস্থাপনে প্রধান শিক্ষক ব্যর্থ হয়েছেন।

এছাড়াও প্রধান শিক্ষক গত ১৭-০২-২০২২ তারিখে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেণিতে (গ ও ঘ) শাখা এবং ৮ম ও ৯ম শ্রেণিতে (গ) শাখা চালু করে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করে পাঠদান করাচ্ছেন। তবে শাখা খোলার জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেই। খন্ডকালীন শিক্ষকদের দিয়ে কোচিং ক্লাসের পাঠদান করিয়ে ফি আদায় করা হচ্ছে যা সরকারের কোনো নীতিমালা নেই।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!