ডেস্ক রিপোর্ট: প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় দুইজনকে গুণীজন সম্মাননা-২০২৩ ও তিনজনকে ‘সেরাবন্ধু’ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদ ও আর্দশ শিক্ষক হিসেবে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জিকে গুনীজন সম্মাননা-২০২৩ প্রদান করা হয়।
এছাড়া বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম, ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুর আক্তার বাবলী ও সাংস্কৃতিক সম্পাদক মোকারারম বিল্লাহকে ‘সেরা বন্ধু’ সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মাসকুর আক্তার বাবলীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি কিশোরী মোহন সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান মৌ ও বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।