শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঘূর্ণিঝড় মিধিলি: সাতক্ষীরা উপকূলে ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৭, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

বিলাল হোসেন: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দিনভর ঝড়ো হাওয়া বইছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে। সেই সাথে থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় উপকূলজুড়ে আতংকে রয়েছে মানুষ। ইতোমধ্যে ৭নং বিপদ সংকেত জারি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় উত্তোলন করা হয়েছে বিপদ সংকেতের পতাকা।

সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাতক্ষীরা শহরসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। সেই সাথে বৃষ্টিও হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শংকা রয়েছে। এ পর্যন্ত সাতক্ষীরায় ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার তথ্য রেকর্ড হয়েছে। যা উপকূলীয় এলাকায় কিছুটা বেশি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, খোলপেটুয়া ও চুনা নদীতে জোয়ারের পানি ১-২ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে করে জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে আতংকে রয়েছে উপকূলের মানুষ।

শ্যামনগর উপজেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় মোকাবেলায় ১৬৩টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যপ্ত পরিমান শুকনা খাবার মওজুত রয়েছে। জানমালের নিরাপত্তার জন্য ২ হাজার ৮শর বেশি সিপিপি সদস্য ও ২ হাজারের মত বেসরকারি স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রয়েছে।

উপকূলের সংবাদ কর্মী এম জুবায়ের মাহমুদ জানান, উপজেলার ভেটখালি, হরিনগর, মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী অনেক এলকার বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এজন্য এলাকাবাসীর মধ্যে কিছুটা ভীতির সৃষ্টি হয়েছে।

শ্যামনগরে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন জানান, শ্যামনগরে ৩৬০ কিলোমিটারের মত বেড়িবাঁধ আছে। এর মধ্যে ৫টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে কাজ চলছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলার জন্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!